Select Page

সিনেমার ভুল : হালদা

সিনেমার ভুল : হালদা

হালদা’ একটি চমৎকার মৌলিক গল্পে সুনির্মিত সোশ্যাল ড্রামা মুভি। তৌকীর আহমেদ পরিচালিত এই সিনেমায় উল্লেখ করার মতো তেমন কোনো ভুল না পেলেও দুটি বিষয় নিয়ে আমাদের আপত্তি আছে—

১. এই সিনেমায় মোশারফ করিম অভিনীত বদিউজ্জামাল চরিত্রটি একজন হতদরিদ্র জেলের। যে অন্যের আশ্রয়ে থেকে কোনমতে বেঁচে আছে। অথচ তাকে যতবারই দেখানো হয়েছে মুখ ছিল ক্লিন শেভড ও চুল যেন সবেমাত্র কাটা। গরিব হলেও রূপচর্চা ছাড়েনি ফইন্নি!

২. সিনেমাটির ইংরেজি সাবটাইটেলে খালতো ভাইয়ের ইংরেজি Cousin না লিখে Causin এবং বিপদের ইংরেজি Trouble না লিখে Truble লেখা হয়েছে!


মন্তব্য করুন