Select Page

সিনেমায়ও তিনি পরী

সিনেমায়ও তিনি পরী

‘রক্ত’ সিনেমায় নিজের নামে ‘ডানকাটা পরী’ শিরোনামের আইটেম গানে নেচে দারুণ সাড়া পেয়েছেন পরী মনি। এবার নিজের নামেই আরেকটি সিনেমায় দেখা যাবে তাকে। ‘কত স্বপ্ন কত আশা’ সিনেমাটি মুক্তি পাবে ১৩ জানুয়ারি। নতুন বছরে এটি হতে যাচ্ছে পরীর প্রথম ছবি।

সিনেমাটিতে দেখা যাবে, ভালো একজন শিল্পী হতে চান পরী ব্যানার্জি। শিল্পী হতে গিয়ে সমাজের নানা কুচক্রী মহলের হাতে পড়তে হয় তাকে। সেখান থেকে তাকে উদ্ধার করেন বাপ্পী চৌধুরী।

এমনই কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘কত স্বপ্ন কত আশা’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ওয়াকিল আহমেদ।

ওয়াহেদ রহমান প্রযোজিত ছবিটিতে আরো অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, সেলিম, ডিজে সোহেল ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ।


মন্তব্য করুন