Select Page

সিনেমায় দুই গায়ক

সিনেমায় দুই গায়ক

এর আগে সংগীতশিল্পী রুনা লায়লা, আগুন, তাহসানসহ অনেকেই সিনেমায় অভিনয় করেছেন। সাবিনা ইয়াসমিন বা কুমার বিশ্বজিতের মতো শিল্পীদের দেখা গেছে ক্যামিও রোলে। সে তালিকায় যুক্ত হলেন শাফিন আহমেদ ও পিন্টু ঘোষ। তাদের ভিন্ন দুটি ছবিতে দেখা যাবে।

জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও গায়ক শাফিন আহমেদকে দেখা যাবে তারেক মুহাম্মদ খানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় কিশোর থ্রিলার ‘রহস্য ঘেরা শহর’-এ। রবিবার তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হন। এখানে তার ভূমিকায় অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো।

শাফিন বলেন, ‘অনেক দিন ধরেই ছবিটিতে অভিনয়ের বিষয়ে পরিচালকের সঙ্গে কথা চলছিল। গল্প এবং অন্যান্য বিষয় জানার পর রাজি হয়েছি। ছবিতে একজন রহস্যময় মানুষের চরিত্রে পাওয়া যাবে আমাকে।’

১১ মার্চ শুরু হবে ছবিটির শুটিং। পরিচালক তারেক বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য শাফিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তরুণ প্রজন্ম ও ব্যান্ডের গানের শ্রোতাদের কাছে তিনি ভীষণ জনপ্রিয়। তাঁকে ছবিতে পেয়ে আমি খুবই আনন্দিত।’

শাফিন আহমেদ ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ, সামিন, মানিক, সপ্তর্ষীসহ বেশ কয়েকজন কিশোর।

এর আগে শাফিনকে নাটকে দেখা গেছে, আর এবারই প্রথম সিনেমা করছেন। একই ঘটনা পিন্টু ঘোষের ক্ষেত্রেও। এ সঙ্গীতশিল্পী বেশ কিছু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। তার পরিচালিত ছবির গানগুলো শ্রোতা ও বোদ্ধা মহলে প্রশংসিত হয়েছে।  ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’তে দেখা যাবে তাকে।

পিন্টু বলেন, ‘আমি মূলত মিউজিকটাই করার চেষ্টা করি। অভিনয়ের বিষয়টি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এটা ঠিক, এ পর্যন্ত যে কটি নাটক করেছি অসম্ভব গুণী নির্মাতাদের সঙ্গ পেয়েছি। আর তৌকীর ভাইয়ের সঙ্গে শেষের কাজটা তো নিজের বলেই দাবি করছি। কাজটির জন্য খুব অল্প সময় পেয়েছি। তবে প্রজেক্টটির সঙ্গে মিশে গেছি সবাই। পুরো টিম মিলে অভিনয়-মিউজিকের কাজটি করেছি। অসাধারণ অভিজ্ঞতা।’

‘স্ফুলিঙ্গ’র সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন পিন্টু ঘোষ। এতে তারসঙ্গে আছেন রোকন ইমন। দুজনে মিলে নির্মাতার সমর্থন নিয়ে সিনেমার জন্য নতুনকরে বেঁধেছেন জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি। থাকছে প্রেম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়েও গান।


মন্তব্য করুন