Select Page

সিনেমায় মাহির জীবনী, সত্য-মিথ্যা!

সিনেমায় মাহির জীবনী, সত্য-মিথ্যা!

unnamed

বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ের প্রধান দুই তারকা শাকিব খান মাহিয়া মাহি। খোরশেদ আলম খসরুর পরিচালনায় মাহি চলচ্চিত্রে একসাথে আবার জুটি বাধতে যাচ্ছেন তারা। কয়েকটি অনলাইনে প্রকাশিত খবর থেকে জানা যায়, সিনেমাটি মাহিয়া মাহির জীবনের গল্প নিয়ে নির্মিত হবে।

সিনেমাটির চিত্রনাট্যের কাজ শেষের পথে। ঈদের পর ছবিটির শুটিং শুরু হবে বলে পরিচালক জানান। তবে এ বিষয়ে শাকিব বা মাহির কারো বক্তব্য দেখা যায়নি।

এ দিকে শাকিব বর্তমানে ১০টির মতো সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে, নানান বিতর্কের সূত্রে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা থেকে বাদ পড়েছে মাহি। বেশ কিছুদিন ধরে নতুন প্রযোজনা সংস্থার ছবি করা, আবার বাদ পড়া, জাজে ফেরাসহ নানান গুজবের স্বীকার হয়েছেন তিনি।

তার সবই নাকি থাকবে এ সিনেমা। এমনকি ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আদনান আরশাদকেও নাকি দেখা যাবে এ সিনেমা। সব মিলিয়ে খবরটি বাহুল্য আছেই বলে মনে হয়। কারণ মাহির জীবনের শাকিবের ভূমিকা স্পষ্ট নয়। যদি সত্য কাহিনী হয়, তবে শাকিব অতিথি শিল্পী ছাড়া কিছুই হবেন না। এ ছাড়া নিজের স্ক্যান্ডাল নিয়ে সিনেমা করা মাহির জন্য কঠিন বিষয় হবে।

এর আগে মাহি ও শাকিবকে দেখা গিয়েছিল ‘ভালোবাসা আজকাল’ ও ‘দবির সাহেবের সংসার’ সিনেমায়।

যদি বাস্তবে যদি এ সিনেমা নির্মিত হয়, তবে নিঃসন্দেহে কৌতুহল জাগানিয়া বিষয় হবে।


মন্তব্য করুন