Select Page

ইউটিউবে সবচেয়ে বেশি দেখা গান রিয়াজের!

ইউটিউবে সবচেয়ে বেশি দেখা গান রিয়াজের!

riaz20141026142924

ইউটিউবে কোন সিনেমার গান কত বেশি দেখা হয়েছে তা নিয়ে ইদানিং বেশ খবর লক্ষ্য করা গেছে। কিন্তু ৬ বা ৮ লাখ যাই— তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গানটির আবেদন কতদিন বজায় থাকে?

সে ক্ষেত্রে হয়ত অনেকে জানেন না ৭১ লাখের বেশিবার দেখা হয়েছে এমন গানও ইউটিউবে রয়েছে। তবে সিনেমা ও গানের শিরোনাম দেখলে আপনারা নিশ্চয় অবাক হবেন না।

গানটি হলো হাবিব ওয়াহিদের গাওয়া ও রিয়াজ অভিনীত ‘ভালোবাসব বাসবরে বন্ধু’। এটি সিনেমায় হাবিরের প্রথম গান। ‘হৃদয়ের কথা’ সিনেমার এ গানটিতে কোরাস করেছেন এখনকার জনপ্রিয় শিল্পী ন্যান্সি।

এএস হক অলিক পরিচালিত এ অভিষেক সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ ও পূর্ণিমা। এটি এ জুটি অন্যতম হিট সিনেমা। এ ছাড়া অশ্লীলতার যুগে সুনির্মিত এ সিনেমা দর্শকরা এখনো মনে রেখেছেন।

b6629

সিনেমাটি মুক্তি পায় ২০০৬ সালের ১৮ আগস্ট। গানটি ইউটিউবে আপ করা হয়েছে ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর। ১৬ জুন ২০১৫ পর্যন্ত দেখা হয়েছে ৭১ লাখ ৬ হাজার ২০০ বার। এ ছাড়া বিভিন্ন চ্যানেলে গানটি আপ করা আছে। এর মধ্যে আরেকটি চ্যানেলে আড়াই লাখবারের বেশি দেখা হয়েছে। অভিনন্দন হাবিব ও ‌‘হৃদয়ের কথা’ টিম।

এখানকার মতো ফেসবুক প্রচারণা, ইন্টারনেটে বিজ্ঞাপন বা ইন্টারনেটের সহজলভ্যতা ছাড়াই গানটির এ জনপ্রিয়তা নিঃসন্দেহে রেকর্ড। দুঃখজনক হলো গানটি সিনেমাটির কোনো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়নি।


মন্তব্য করুন