Select Page

সিনেমা এক, ব্যস্ততা দ্বিগুণ

সিনেমা এক, ব্যস্ততা দ্বিগুণ

boby

‘বিজলী’ সিনেমায় সুপারওম্যান চরিত্রে দেখা যাবে ববিকে। এর জন্য নিতে হচ্ছে বাড়তি প্রস্তুতি। এখানেই শেষ নয়। সিনেমাটির প্রযোজকও তিনি। তাই বলা যায়, সিনেমা এক ব্যস্ততা দ্বিগুণ।

ববিকে প্রত্যেকটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আর এ ছবিতে তাকে প্রথমবারের মতো ‘সুপারওম্যান’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী

তার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর।

‘বিজলী’ প্রসঙ্গে ববি মানবজমিনকে বলেন, ‘এপ্রিলের শুরুতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ছবির কলাকুশলীসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবো। এরপর ১০ এপ্রিল থেকে শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছবির বেশ কিছু অংশের কাজ শেষে ভারত ও থাইল্যান্ডে বাকি কাজ হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকদিন ধরেই এ ছবির প্রস্তুতি নিচ্ছিলাম। এজন্য নতুন কোনো ছবিতে কাজ করা হয়ে ওঠেনি।’

এ সিনেমায় ভিএফএক্সসহ অ্যানিমেশনের কাজও থাকবে। তাই বাজেটও খানিকটা বেশি।

 


মন্তব্য করুন