Select Page

সিনেমা শুরুর আগে শাকিব-বুবলির ‘বিনোদন’ শুরু

সিনেমা শুরুর আগে শাকিব-বুবলির ‘বিনোদন’ শুরু

একের পর এক সিনেমায় শাকিব খানের নায়িকা শবনম বুবলি হওয়ায় ভক্তদের ক্ষোভ রয়েছে। আর তাতে বাড়তি ‘বিনোদন’ জোগাতে এই নায়িকার থাকা আর না থাকা নিয়ে জল ঘোলা হচ্ছে। এবার উপলক্ষ কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’!

কয়েক দিন ধরে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, এই ছবি থেকে বাদ পড়েছেন বুবলি। যদিও এ বিষয়ে ছবির অন্যতম প্রযোজক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলির কেউই আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। কিন্তু অন্য প্রযোজক মো. ইকবাল জানিয়েছিলেন এই নায়িকা থাকছেন না।

কিছুদিন আগে শাকিব বলেছিলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন চারটি ছবির শুটিং হচ্ছে, দুটিতে বুবলি থাকবেন, এটাই চূড়ান্ত। তবে কোন দুটি ছবি, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

‘বীর’ কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শাকিব খানের ছোটবেলার অংশের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। খুব শিগগিরই শাকিব ও বুবলি এই ছবির শুটিংয়ে অংশ নেবেন।

প্রথম আলোকে বুবলি জানান, ‘গত সোমবার রাতে আমাকে বীর ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়।’

ছবিটিতে কাজ করার সম্পর্কে বলেন, ‘ভীষণ ভালো লাগছে, শেষ পর্যন্ত বীর ছবিতে কাজ করতে যাচ্ছি। এস কে ফিল্মসকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে ছবির প্রযোজক ও সুপারহিরো শাকিব খান এবং ইকবাল ভাই ও পরিচালক হায়াৎ আঙ্কেলের প্রতি কৃতজ্ঞতা। ছবির গল্প চমৎকার, আশা করছি সবার ভালো লাগবে। শাকিব-বুবলি জুটিকে এই ছবিতে দর্শক পুরোপুরি ভিন্নভাবে দেখবে।’


মন্তব্য করুন