Select Page

সিয়াটল উৎসবে ‘আন্ডার কনস্ট্রাকশন’

সিয়াটল উৎসবে ‘আন্ডার কনস্ট্রাকশন’

30

মেহেরজান’ পরিচালক রুবাইয়াত হোসেনের সাম্প্রতিক চলচ্চিত্র ‘আন্ডার কন্সট্রাকশন’। এ বছর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে ছবিটি। উৎসবের মূল প্রতিযোগিতা ‘দ্য নিউ ডিরেক্টরস শোকেস’ বিভাগেও নির্বাচিত হয়েছে ‘আন্ডার কন্সট্রাকশন’।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ১৪ মে থেকে আগামী ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

সিয়াটল চলচ্চিত্র উৎসব নবীন পরিচালকদের জন্য বিখ্যাত। এই উৎসবে সারা বিশ্ব থেকে প্রায় চারশত চলচ্চিত্র প্রদর্শিত হয়।গোল্ডেন স্পেস নিডল পুরস্কার এর পাশাপাশি এই অনুষ্ঠান মূল আকর্ষন ‘দ্য নিউ ডিরেক্টরস শোকেস’ বিভাগ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা প্রতিশ্রুতিশীল নবীন পরিচালকদের নতুন ধারার ১২টি ছবি নির্বাচন করা হয়। দেওয়া হয় জুরিদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার। ড্যানি বয়েল, অ্যাং লি, রাইডলি স্কট, রিচার্ড লিংকলেটার, নিকি কারোসহ অনেক পরিচালক নবীন অবস্থায় এই উৎসবের মাধ্যমে সবার নজর কেড়েছিলেন।

সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আত্ম অনুসন্ধানের পটভূমিতে নির্মিত হয়েছে ‘আন্ডার কন্সট্রাকশন’। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শাহানা গোস্বামী, রাহুল বোস, বাংলাদেশের মিতা চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহাদত হোসেন, তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ। ছবির আবহ সংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব। খনা টকিজ প্রযোজিত ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে আগামী ৩১ জুলাই।

রুবাইয়াত হোসেন ৭ জুন সিয়াটল উৎসবেরে সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া ৬ ও ৭ জুন ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবির প্রদর্শনীতে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।


মন্তব্য করুন