Select Page

সিয়াম-মিমকে নিয়ে রাফীর ছবির নাম ‘ইত্তেফাক’

সিয়াম-মিমকে নিয়ে রাফীর ছবির নাম ‘ইত্তেফাক’

কিছুদিন আগে জানা যায়, রায়হান রাফীর পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম। এই জুটির প্রথম ছবি এতে যাচ্ছে এটি। তখন অবশ্য নাম জানা যায়নি।

নতুন আপডেট হলো, সিনেমাটির নাম ‘ইত্তেফাক’। খবরটি দিয়েছে শীর্ষস্থানীয় দৈনিক ইত্তেফাক।

রাফী জানান, গল্পের সাথে সামঞ্জস্য রেখেই এর নাম চূড়ান্ত হয়েছে ‘ইত্তেফাক’।

তিনি বলেন, “এটি সম্পূর্ণ মৌলিক গল্প। থ্রিলারধর্মী এই চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও নির্মাতা আমি। ছবিটির নাম নিয়ে এরই ভেতরে ব্যাপক গবেষণা হয়েছে। প্রথমে নাম রাখা হয়েছিল ‘জিহাদ’। পরে সেটি বদলে রাখা হয়েছে ‘ইত্তেফাক’।”

প্রথম দুই ছবি ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ রাফীর পরিচালনায় অভিনয় করেন সিয়াম ও পূজা চেরি।

বর্তমানে রাফীর তৃতীয় সিনেমা ‘পরান’ মুক্তির অপেক্ষায় আছে। এতে অভিনয় করেছেন মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান। এছাড়া শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায় আছে সিয়াম, মাহি ও জান্নাতুল পিয়ার ‘স্বপ্নবাজী’। এর আগেই শুরু হবে ‘ইত্তেফাক’-এর দৃশ্যায়ন।


মন্তব্য করুন