Select Page

সুইজারল্যান্ড যাচ্ছে কৃষ্ণপক্ষ

সুইজারল্যান্ড যাচ্ছে কৃষ্ণপক্ষ

KrishnoPokkho1প্রত্যেক বছরই ভিন্নধারার কিছু চলচ্চিত্র নির্মিত হয়, হাতে গোনা দুই-একটা হলে নামকাওয়াস্তে সেগুলোর মুক্তি ঘটে, সপ্তাহান্তে প্রস্থানও ঘটে। কিন্তু কৃষ্ণপক্ষের বেলায় ঠিক তেমনটা নয়। অল্প সংখ্যক হলে মুক্তি পেলেও এর প্রদর্শন চলছে মাসব্যাপী। নতুন সংবাদ হল, সুইজারল্যান্ডে যাচ্ছে হুমায়ূন আহমেদের গল্পে হুমায়ূন-পত্নী শাওন নির্মিত চলচ্চিত্র কৃষ্ণপক্ষ। খবর প্রথম আলো

আগামী ১১ এপ্রিল থেকে সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল ফিল্ম ফেস্টিভাল’-এর এগারোতম আসর বসছে। সাতদিনব্যাপী চলচ্চিত্র উৎসবে কৃষ্ণপক্ষ প্রদর্শিত হবে ১৭ এপ্রিল। এর মাধ্যমে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা বড়পর্দায় চলচ্চিত্রটি উপভোগ করার একটি বিশাল সুযোগ পাচ্ছেন।

তবে, প্রদর্শনীতে নির্মাতা শাওন থাকতে পারছেন না। ছবির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে প্রতিনিধি যোগদান করার সম্ভাবনা রয়েছে।

কৃষ্ণপক্ষের বিভিন্ন চরিত্রে রিয়াজ, মাহি, তানিয়া আহমেদ, ফেরদৌস, মৌটুসী বিশ্বাস প্রমুখ অভিনয় করেছেন।


মন্তব্য করুন