Select Page

সুখবর! ‘পায়ের তলায় মাটি নাই’ যাচ্ছে বুসানে

সুখবর! ‘পায়ের তলায় মাটি নাই’ যাচ্ছে বুসানে

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়।

এ উৎসবের ২৬তম আসরে এবারই প্রথম একসঙ্গে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি ছবি। প্রথম দুটির কথা দর্শক আগে জানলেও তৃতীয়টির ঘোষণা এলো বুধবার। যা চমক বটেই!

অভিনেতা মোস্তফা মনোয়ারের জন্মদিনে জানা গেল, তিনি অভিনীত ‘পায়ের তলায় মাটি নাই’ (নো গ্রাউন্ড বেনেথ দ্য ফিট) শিরোনামের ছবি যাচ্ছে বুসান। আর নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধাও একদম নতুন। ফলে আনন্দও আরও বেশি। ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এবং শুধুমাত্র বাংলাদেশ প্রযোজিত উৎসবে স্থান পাওয়া একমাত্র ছবি।

‘পায়ের তলায় মাটি নাই’ প্রযোজনা করেছেন ‘জালালের গল্প’-খ্যাত নির্মাতা আবু শাহেদ ইমন। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রডাকশনস-এর তাহরিমা খান।

বুসানে যাচ্ছে তিন পরিচালক ফারুকী, সাদ ও রাব্বির ছবি

এই সিনেমার সুরকার হিসেবে আছেন ইমন চৌধুরী এবং সংগীতের দায়িত্বে আছেন রিপন নাথ। চিত্রগ্রহণে আছেন মনিরুল ইসলাম ও আবু রায়হান।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিনসহ অনেকেই।

নির্মাতা জানান, এই গল্পের মূল নায়ক ‘সাইফুল’ নামের একজন সাধারণ মানুষ। যাকে তার দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়।

উৎসবে ‘পায়ের তলায় মাটি নাই’ দেখানো হবে ৭, ৮ ও ১৩ অক্টোবর।

নো ল্যান্ডস ম্যান, পায়ের তলায় মাটি নাই ও রেহানা মরিয়ম নূর

এ ছাড়া বুসানে প্রিমিয়ার হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’। ইংরেজি ভাষার ছবিটির প্রধান চরিত্রে আছেন বলিউডের নওয়াজুদ্দীন সিদ্দিকী ও ঢাকার তাহসান খান অনেকে। ছবিটি উৎসবের ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে।

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম অফিসিয়াল সিলেকশন আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটিও থাকছে বুসানে।

বুসান ইতিহাসে প্রথমবার তিনটি বাংলাদেশি ছবি স্থান করে নেওয়ায় উৎসবের ওয়েবসাইটে বিষয়টি নিয়ে গুরুত্ব আরোপ করে প্রশংসা করা হয়েছে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares