Select Page

সুবিচার চাই না, আপনাদের বিবেকের হাতে ছেড়ে দিলাম: পরীর পাশে ন্যানসি

সুবিচার চাই না, আপনাদের বিবেকের হাতে ছেড়ে দিলাম: পরীর পাশে ন্যানসি

পরী মনিকে নির্যাতন ও হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানালেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি।

ফেসবুকে তিনি লেখেন, বিনোদন জগতের আমাদের কাজ আপনাদের বিনোদন দিয়ে যাওয়া | আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে সেটাই করি | বিনোদন জগতে কাজ না করে অন্য যে কোনো কাজ করেও আয় করা যেতে পারে, আমরা পারবোও নিশ্চিত জানবেন | কেন ভিন্ন পথে উপার্জন করিনা সেটা নিয়ে বলতে গেলে অনেক কথা বলা হয়ে যাবে | অযথা বাহাস এ যেতে চাইনা |

আজকাল কিছু হলেই শুনতে পাই, বিনোদন জগতের মানুষ মানেই…..| আপনারা যা সম্বোধন করেন সেটা মুখে আনা তো দূরের কথা, লিখতেও ঘেন্না হলো | দিন শেষে আমাদের চলচ্চিত্র, আমাদের গান, আমাদের লেখক, মোটকথা আমাদের শিল্পীরাই আপনাদের সাদামাটা জীবনের আনন্দের খোরাক | তাহলে কি আর দশটা সাধারণ মানুষের মত মানুষ হিসেবে নূন্যতম সম্মান আমরা আশা করতে পারিনা?

একজন দেশের শীর্ষ সারির নায়িকার নয় বরং একজন নারীর আহাজারি শুনে – দেখে রাতভর ঘুম আসেনি! এই আমার সোনার বাংলাদেশ! আমার দেশের মানুষ আমার জন্য নিরাপদ নয়? আমাদের জীবনের বীভৎস দুর্ঘটনা টাও কি আপনাদের কাছে বিনোদন? আপনি কি আপনার পরিবারের কারও সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা কল্পনা করতে পারেন? নিজেকে প্রশ্ন করুন |

পরীর জন্য সুবিচার চাইনা, আপনাদের বিবেকের হাতে ছেড়ে দিলাম | দেখি এখনো মনুষ্যত্ব বেঁচে আছে কিনা..


মন্তব্য করুন