Select Page

সুমনের দুই সিনেমা, মাহির চমক

সুমনের দুই সিনেমা, মাহির চমক

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে দ্বন্দ্বের পর দারুণ সংকটে পড়েছিলেন মাহি। বিয়ের পর তা কাটিয়ে উঠেন। চলতি বছরে ‘কৃষ্ণপক্ষ’ ছাড়া উল্লেখযোগ্য কোনো সিনেমা মুক্তি না পেলেও হাতে আছে একাধিক প্রজেক্ট। ফিরে আসছেন যৌথ প্রযোজনার সিনেমায়ও।

মাহির চলচ্চিত্র অভিষেক হয়েছিল যুগল পরিচালক শাহীন সুমনের হাত ধরে। তাদেরই একজন ওয়াজেদ আলী সুমনের দুই সিনেমায় দেখা যাবে তাকে।

একটি ছবির নাম ‘ফালতু’। যার অভিনয়শিল্পী তালিকায় রয়েছে দারুণ চমক। টেলিভিশন তারকা মোশাররফ করিমকে দেখা যাবে মাহির বিপরীতে। আরো আছেন সাইমন সাদিক। ইতোমধ্যে সাইমনের সঙ্গে আরো দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা।

অন্যদিকে ‘ভালোবাসার এপিঠ ওপিঠ’ সিনেমায় মাহির নায়ক কলকাতা বনি সেনগুপ্ত।

এর মধ্যে মোশাররফ করিম মৌখিক সম্মতি দিলেও চুক্তি হয়নি। তবে বাকি তারকারা ঠিকঠাকই আছেন। ২০১৭ সালের মার্চে শুরু হবে ‘ফালতু’। এরপর অন্য সিনেমাটি শুটিং ফ্লোরে গড়াবে।


মন্তব্য করুন