Select Page

সুলতানা বিবিয়ানার ঝকমকে ট্রেলার

সুলতানা বিবিয়ানার ঝকমকে ট্রেলার

সুলতানা বিবিয়ানা ট্রেলার

‘আমি দুনিয়াতে আইছি তোমার জন্য, বাইঁচা আছি তোমার জন্য, মরমুও তোমার জন্য’ – শুনতে রোমান্টিক হলেও কন্ঠস্বরে প্রতিশোধের স্পৃহা স্পষ্ট। রোমান্টিক দৃশ্য, কিছু ড্রামা, গান এবং একশন দৃশ্যের মিশ্রনে সুলতানা বিবিয়ানার ঝকঝকে ট্রেলার মুক্তি পেয়েছে ১৯ মার্চ। বাপ্পীআঁচলের প্রেমকাহিনীর মধ্য দিয়ে উপভোগ্য কোন গল্প পেতে যাচ্ছে দর্শক – ট্রেলারে এমনটিই বোঝা গেল।

নবীন পরিচালক হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত সুলতানা বিবিয়ানা চলচ্চিত্রে বাপ্পী আঁচল ছাড়াও রয়েছেন মামুনুর রশিদ, অমিত হাসান, শহীদুজ্জামান সেলিমের মত সুপরিচিত এবং প্রতিষ্ঠিত অভিনেতাবৃন্দ। বাছাইকৃত সংলাপ দিয়ে সাজানো এই ছবির গল্প খুব নতুন কিছু হবে বলে প্রতীয়মান হয় না। অঙ্গসজ্জার ক্ষেত্রে বাপ্পী ও আঁচলের প্রতি যত্ন লক্ষ করা গেলেও অন্যান্য চরিত্রের মেকিভাব দূর করা সম্ভবপর হয় নি।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে যশোর ও রাজবাড়ীর সুন্দর লোকেশনে। সুলতানা বিবিয়ানার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন।

‘আমাদের গল্পে আমাদের সিনেমা’ ট্যাগ লাইন নিয়ে ছবিটি আগামী ২৪ মার্চ ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতা জানিয়েছেন, এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে ছবির মুক্তি।


মন্তব্য করুন