Select Page

সেই ‘নিষিদ্ধ গল্প’ এখন ‘প্রেম কাহন’ টিজারে

সেই ‘নিষিদ্ধ গল্প’ এখন ‘প্রেম কাহন’ টিজারে

শুরুতে নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প‘। এরপর বেশ সময় গড়িয়ে ছবির কাহিনীতে পরিবর্তন আসে। নামও পাল্টে যায়। হয়ে যায় ‘প্রেম কাহন’। বুধবার প্রকাশ পেল টিজার। নামে যত পরিবর্তন হোক নিষিদ্ধ প্রেমেই ডাকল! পরিচালনা করেছেন রুবেল আনুশ।

একটু অন্য ধরনের ছবি বলে হয়তো খুব একটা হৈচৈ পড়েনি। তারপরও যা মন্তব্য পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে- তা মোটামুটি ইতিবাচক। আগ্রহ জাগিয়েছে কারো কারো মনে। কারো মনে আবার শঙ্কা।

‘প্রেম কাহন’-এ যাকে নিয়ে গল্প সেই মূল চরিত্রে আছেন ‘ঘেটুপুত্র কমলা’-খ্যাত মামুন। আর যার জন্য ‘প্রেম কাহন’ তিনি হলেন জাতীয় পুরস্কারজয়ী সিমলা। আর ‘আয়নাবাজি’র ডিভিডি ওরফে শরীফুলকে দেখে চমকে গেছেন অনেকেই।

যাই হোক দেখে নিন টিজার। জানান কেমন লাগল? ভালো-মন্দ সবই!


মন্তব্য করুন