Select Page

সেই রংবাজের মহরত শুক্রবার

সেই রংবাজের মহরত শুক্রবার

শাকিব খান বারবার অভিযোগ করছেন- ‘রংবাজ’ সিনেমার নায়িকা না করাই টিভি লাইভে এসেছিলেন অপু বিশ্বাস। শোনা গিয়েছিল, সেই ছবিটি স্থগিত হয়েছে। এবার নির্মাতা জানালেন, হতে যাচ্ছে মহরত।

শামীম আহমেদ রনি ফেসবুকে জানান, শুক্রবার বিকেলে গুলশানের একটি রেস্টুরেন্টে ‘রংবাজ’-এর মহরত অনুষ্ঠিত হবে।

তিনি মানবজমিনকে বলেন, আগামীকাল থেকে পাবনায় এ ছবির কাজ শুরু হচ্ছে। এখানে ১২ দিন টানা কাজ করব। ছবিটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিতে শাকিব খান, বুবলী, সাদেক বাচ্চু, শিবাসানু, কলকাতার রজতাভ দত্তসহ অনেকে কাজ করবেন। এ ছবিতেও ‘বসগিরি’ ছবির মতো রোমান্টিক গল্প রয়েছে। সঙ্গে তো অ্যাকশন থাকছেই।

ছবিটি নিয়ে শাকিব খান বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম থাকছে সাল্লু এবং বুবলীকে টিনা নামের চরিত্রে দেখা যাবে। ছবির নাম শুনে অ্যাকশন মনে হলেও ছবিতে অনেক রোমান্টিকতা থাকছে। আশা করি, এ ছবিটি দর্শক পছন্দ করবেন।

পুরনো ঢাকার গল্পে নির্মিত হবে ‘রংবাজ’। এটি শাকিব-রনি জুটির তৃতীয় ছবি। এর আগে এ নায়ক ও নির্মাতা ‘মেন্টাল’ ও ‘বসগিরি’র সঙ্গে যুক্ত ছিলেন।


মন্তব্য করুন