Select Page

সেট পছন্দ না হওয়ায় চলে গেলেন শাকিব

সেট পছন্দ না হওয়ায় চলে গেলেন শাকিব

# নায়কের বাড়ির সেট পছন্দ হয়নি শাকিবের
# সময় মতো হাজির হলেও শুটিং না করে চলে যান তিনি
# শাপলা মিডিয়া বলছে, প্রডাকশনের ভুল
# প্রিয়াঙ্কা শুটিং হাউজে নতুন সেট করা হয়েছে

শাপলা মিডিয়া প্রযোজিত ও শাহীন সুমন পরিচালিত ‘কালপ্রিট’ -এ অভিনয় করছেন শাকিব খান। এর মধ্যে এফডিসির ১ ও ৩ নম্বর ফ্লোরে বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছে। ৩ অক্টোবর উত্তরার শুটিংবাড়ি আপন ঘরে ফেলা হয়েছিল নতুন সেট। ছবিতে এটিকেই নায়কের বাড়ি হিসেবে দেখানোর কথা। সেখানেই বটে বিপত্তি। শুটিং না করে চলে যান নায়ক।

পুরো ইউনিট নিয়ে হাজির পরিচালক, সময়মতো হাজির হন শাকিবও। কিন্তু সেট পছন্দ না হওয়ায় শুটিং না করেই চলে যান তিনি। অগত্য শুটিং ‘প্যাকআপ’ করতে হলো পরিচালককে।

শাপলা মিডিয়ার ব্যবস্থাপক এম ডি বাদল বলেন, ‘শাকিব কী চেয়েছেন সেটা বুঝে উঠতে পারিনি আমরা। সে কারণেই এক দিনের ক্ষতি মেনে নিতে হলো। প্রডাকশনেরও ভুল ছিল। বড় বাজেটের ছবি অথচ ছোট্ট একটা স্পট হিরোর বাড়ি হিসেবে ব্যবহার করতে যাওয়াটা ঠিক হয়নি। সেটা চরিত্রের সঙ্গেও মানাত না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আজ [শুক্রবার] নতুন করে শুটিংবাড়ি প্রিয়াঙ্কায় সেট তৈরি করা হয়েছে। এখানেই শুটিং করছেন পরিচালক।’

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামে সিনেমাটির নাম ঠিক হলেও বদলে গিয়ে হয়েছে ‘কালপ্রিট’। মাঝে শোনা গিয়েছিল নাম হবে ‘কমান্ডো’।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন