Select Page

সেন্সরের আপত্তিতে ‘লীলা মন্থন’ এখন ‘জীবন যন্ত্রণা’, মুক্তি পাচ্ছে মান্নার শেষ ছবি

সেন্সরের আপত্তিতে ‘লীলা মন্থন’ এখন ‘জীবন যন্ত্রণা’, মুক্তি পাচ্ছে মান্নার শেষ ছবি


নাম ছিল ‘লীলা মন্থন‘। নির্মাণের প্রায় এক যুগ সেন্সর বোর্ডে আটকে থাকার পর এবার চিত্রনায়ক মান্নার শেষ সিনেমাটি ‘জীবন যন্ত্রণা’ নামে মুক্তি পাচ্ছে।

সংবাদমাধ্যম জানায়, অক্টোবরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তি পাবে।

খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ‘জীবন যন্ত্রণা’ পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

২০০৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক ‘লীলামন্থন’ শিরোনামে সিনেমাটির শুটিং শুরু করেন নায়ক মান্না। সিনেমাটির কিছু দৃশ্য বাকি থাকতেই ২০০৮ সালে নায়কের মৃত্যু হয়। বাকি অংশের কাজ শেষ করে সিনেমাটি ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা পড়ে; কিন্তু নামের কারণে দীর্ঘ সময় সেন্সরে আটকে থাকে সিনেমাটি। অবশেষে নাম বদলে প্রদর্শনের অনুমতি পেয়েছে সিনেমাটি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares