Select Page

সেন্সরে ‘পিঁপড়াবিদ্যা’

সেন্সরে ‘পিঁপড়াবিদ্যা’

6_63289১৮ মার্চ সেন্সরে জমা পড়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা‘। গত ডিসেম্বরে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। তা ছাড়া এশিয়ান প্রজেক্ট মার্কেটেও নির্বাচিত হয়।

দেশে মুক্তি দেওয়ার জন্য ছবিটির সঙ্গে যুক্ত হয়েছে ‘লেজে রাখা পা’ শিরোনামের একটি গান। গানটি গেয়েছে ব্যান্ড চিরকুট। সেন্সর ছাড়পত্র পেলেই ছবিটি বাংলাদেশে মুক্তির তারিখ ঘোষণা করবেন পরিচালক। জানা গেছে, ছবিটির প্রাচরণায় কিছু চমক থাকবে।

মানুষের স্বপ্ন ও বাস্তবতার মিল-অমিল নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। ‘পিঁপড়াবিদ্যা’য় অভিনয় করেছেন বিপিএলখ্যাত শিনা চৌহান, নবাগত নূর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, সাবি্বর হাসান লিখন, সামদানি ডন প্রমুখ।


মন্তব্য করুন