Select Page

সেন্সরে যাচ্ছে ‘ব্লাকআউট’

সেন্সরে যাচ্ছে ‘ব্লাকআউট’

 

image_44998_0কবি ‘টোকন ঠাকুর’র বহুল আলোচিত চলচ্চিত্র ‘ব্লাকআউট’ নির্মিত হয়েছিল ২০১০ সালে। সাম্প্রতিক  খবর হলো শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে  চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটি মুক্তির জন্য আগামী সপ্তাহেই সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

ইতিমধ্যে সমকালীন দেশীয় চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে চলচ্চিত্রটি।

সারাদেশে মুক্তি না পেলেও বিভিন্ন সময় এর উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেছিলেন টোকন ঠাকুর। সেসময় থেকেই ছবিটির নান্দনিক নির্মাণশৈলীর কারণে দীর্ঘদিন ধরেই আলোচিত হয়ে আসছে বোদ্ধা মহলে।

সম্প্রতি টোকন ঠাকুর জাতীয় অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য মনোনীত হয়েছেন। শহীদুল জহিরের ‘কাঁটা’ গল্পের চিত্রনাট্যের কাজ নিয়েই তিনি এখন ব্যস্ত।

সুত্র: বাংলা মেইল ২৪.কম


মন্তব্য করুন