Select Page

সেন্সরে শুভ-ফারিয়া

সেন্সরে শুভ-ফারিয়া

premi-o-premi

জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’তে প্রথমবারের মতো জুটি হয়েছেন আরিফিন শুভ-নুসরাত ফারিয়া। সিনেমাটির শুটিং শেষ হয়েছে কয়েকদিন আগেই।
সম্প্রতি চলচ্চিত্রটির শুটিং, সম্পাদনা, ডাবিং, ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ অন্য সব কাজ শেষে সেন্সর বোর্ডে জমা পড়েছে। খুব শিগগিরই এটি সেন্সরে বোর্ডে প্রদর্শিত হবে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে সিনেমাটি চলতি মাসে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এ সিনেমার বেশ কয়েকটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানগুলো ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিটিতে আরও অভিনয় করেছেন আমজাদ হোসেন, আমান রেজা, রেবেকা প্রমুখ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares