Select Page

সেন্সর বোর্ডের পছন্দ হয়নি ‘ধ্বংস মানব’ (ভিডিও)

সেন্সর বোর্ডের পছন্দ হয়নি ‘ধ্বংস মানব’ (ভিডিও)

Dhongsho-Manob banned bangla film with saimon sadik, etisha alekzander boরুবেল ও সায়মন অভিনীত ‘ধ্বংস মানব’ সেন্সর বোর্ডে নভেম্বরের প্রথমদিকে জমা দেন ও পরিচালক মিজানুর রহমান শামীম। তবে রবিবার ছবিটি প্রদর্শনের জন্য নিষিদ্ধ করেন সেন্সরবোর্ড।

কারণ হিসেবে শামীম মানবজমিনকে বলেন, ছবি জমা দেবার পর সেন্সর কমিটির সিদ্ধান্ত হয় যে, ছবিতে ব্যাপক মারামারি দৃশ্য রয়েছে। তাই সেগুলো প্রয়োজনে আবার শ্যুট করে আমি জমা দিবো। সরকারি আইনের বাইরে যাবো না।

এর আগে অনলাইনে প্রকাশিত সিনেমাটির ট্রেলার নিয়ে ক্ষোভ করেছিলেন একাধিক দর্শক। তাদের মতে, সিনেমাটিতে মাত্রাতিরিক্ত ভায়োলেন্স রয়েছে।

এ দিকে সেন্সরবোর্ড সূত্রে জানা গেছে, ‘ধ্বংস মানব’ এমনই অসংগতিপূর্ণ যে কাটছাট করে কোনোভাবেই সেন্সর দেয়া সম্ভব হবে না বলেই এর প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

ধ্বংস মানব ছবির ট্রেলার দেখুন

https://www.youtube.com/watch?v=LuRHTKUFU-A


মন্তব্য করুন