Select Page

সেন্সর বোর্ডে তারকাঁটা

সেন্সর বোর্ডে তারকাঁটা

2367ced521dc6e413434c528a14b2d6a-Untitled-1নিমার্তা মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের তৃতীয় ছবি তারকাঁটা’র ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এর আগে মুক্তি পেয়েছে ছবিটির প্রথম টিজার। যা ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

নিমার্তা রাজ বলেন, ‘ছবির শুটিং, ডাবিং আর সম্পাদনার কাজ শেষ করতে পুরো দুই মাস সময় লেগেছে। নিখুঁতভাবে ভিজ্যুয়াল ইফেক্টস ও আবহ সংগীতের কাজ করেছি। আশা করছি, কোনো কর্তন ছাড়াই ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাবে।’

ছাড়পত্র পাওয়া সাপেক্ষে এ মাসের শেষ দিকে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে চান তিনি।

ছবিটিতে অভিনয় করেছেন মৌসুমী, আরেফিন শুভ, মীম, ডা. এজাজ, ফারুক আহমেদ প্রমুখ।

গতমাসে ছবিটির অডিও অ্যালবাম মুক্তি পেয়েছে।


১ টি মন্তব্য

মন্তব্য করুন