Select Page

সেরা নবাগত পরিচালক আবু শাহেদ ইমন

সেরা নবাগত পরিচালক আবু শাহেদ ইমন

Abu Shahed Emon

পরপর বেশ কয়েকটি উৎসবে অংশ নিচ্ছে আবু শাহেদ ইমনের অভিষেক সিনেমা ‘জালালের গল্প’। পরিচালক হিসেবে তিনি প্রশংসিত হয়েছেন। বেশ কটি পুরস্কারও জিতেছেন। এবার ভারতে অনুষ্ঠিত কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন।

৪ ডিসেম্বর শুরু হয় উৎসবটির ২০তম আয়োজন। শেষ হয় ১১ ডিসেম্বর।

মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় বিভিন্ন দেশের ২০টি চলচ্চিত্র। এর মধ্যে আবু শাহেদ ইমন পান সেরা নবাগত পরিচালকের সম্মান।

ডিসেম্বর-জানুয়ারিতে ‌‘জালালের গল্প’ অংশ নিচ্ছে ৫টি উৎসবে। এগুলো হলো ভারতের কেরালা ও চেন্নাই, ইন্দোনেশিয়ার জগজা-নেটপ্যাক, অস্ট্রেলিয়ার সিডনি ফিল্ম স্কুল এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares