Select Page

‌ড্যান্স গুরু শুভ ও নূরানী তিশা!

‌ড্যান্স গুরু শুভ ও নূরানী তিশা!

OSTITTO 1st look

‘আমি বাংলার হিরো, কেন মিছে বাজি ধরো। কাঁপাবো টেকনাফ থেকে দিল্লি’— লাইনটি অনন্য মামুন পরিচালিত ‌‘অস্তিত্ব’র একটি গানের। কণ্ঠ দিয়েছেন আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশা। অভিনয়ও করেছেন তারা। এ সব পুরনো খবর। অনন্যকে জিজ্ঞাসা করা হয়েছিল, টেকনাফ থেকে দিল্লি এর মানে কী? তার সহজ উত্তর, বিশ্ব জয় করতে চাওয়ার বাসনা।

অনন্যর এ চাওয়া নিশ্চয় অমূলক নয়! বৃহস্পতিবার রাতে প্রকাশ হয়েছে আলোচিত সিনেমাটির ফার্স্টলুক। পৌনে ২ মিনিটের ভিডিওটি বেশ আকর্ষণীয়।

কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলে সিনেমাটির ফার্স্টলুক প্রচার হয়। এবার আরো কিছু ফুটেজের যোগ-বিয়োগে অনলাইন ফার্স্টলুক প্রকাশ করা হলো। ইউটিউবে দর্শকদের উৎসাহপূর্ণ মন্তব্যও দেখা যায়।

‌‘অস্তিত্ব’র নির্মাণ শুরু থেকেই বেশ খোশ মেজাজে আছেন অনন্য মামুন। নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন মজার মজার কথা, ছবি ও কার্টুন। সেই মুড ধরে রেখেছেন ভিডিওটিতে। টিপিক্যাল বাংলা সিনেমার ধারা বর্ণনার মতো করে পরিচয় করিয়ে দেন ড্যান্স গুরু শুভ ও নূরানী তিশাকে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মন্তব্য দেখে মনে হয়েছে অনেকে মজাটা ধরতে পারেননি।

OSTITTO 1st look 2

নাচ-গান-ফাইট-কমেডি সবই দেখা গেছে ফার্স্টলুকে। সম্ভবত এগুলোই এ সিনেমার মূল চমক নয়। কারণ ভিডিওতে হঠাৎ হঠাৎ ভেসে উঠেছে সিরিয়াস কিছু দৃশ্য ও সংলাপ। বোঝা যাচ্ছে ভিন্ন ভিন্ন অবতারে দেখা যাবে জনপ্রিয় দুই তারকাকে। সব মিলিয়ে ফার্স্টলুক ‘অস্তিত্ব’র প্রতি দর্শক আগ্রহ বাড়িয়ে দিল।

‘অস্তিত্ব’র শুটিং শুরু হয় সেপ্টেম্বরে। সিলেট, ঢাকা, ভোলা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চিত্রায়ন হয়। এর গল্প লিখেছেন কার্লোস সালেহ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি। শুভ ও তিশা ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা ও কাবিলা।


মন্তব্য করুন