Select Page

‘সোনাবন্ধু’র পর ‘দ্য আমেরিকান ড্রিম’

‘সোনাবন্ধু’র পর ‘দ্য আমেরিকান ড্রিম’

1_332631

বাংলাদেশে একটা সময়ের পর নায়িকাদের প্রতিভা কাজে লাগাতে পারেন না পরিচালকরা। একাধিকবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী পপির বেলায় কথাটি দারুণ সত্য। এর পেছনকার কারণ হলো একই ধরনের কাহিনীর চর্বিত চর্বণ। তাই বেশ কয়েক বছর ধরে তাকে দেখা যাচ্ছিল না সিনেমার শুটিং ফ্লোরে। বিরতির পর চলতি বছর অভিনয় করেছেন মাত্র একটি সিনেমায়। নাম ‘সোনাবন্ধু’।

এবার দেখা যেতে পারে ‘দ্য আমেরিকান ড্রিম’ নামে আরেকটি চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করছেন এম জসীম উদ্দিন। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে পপি যুগান্তরকে বলেন, “দ্য আমেরিকান ড্রিম’ ছবির গল্প কাজটি করার জন্য আমাকে ভীষণ আগ্রহী করে তুলেছে। আমাদের দেশের অনেকেরই স্বপ্ন থাকে আমেরিকা যাওয়ার। সেই স্বপ্নের গল্প নিয়েই এগিয়ে যাবে দ্য আমেরিকান ড্রিম। আশা করি ভালো একটি ছবি উপহার দিতে পারব।”

নির্মাতা জসীম রাইজিং বিডিকে বলেন, ‘আমার প্রকাশিত উপন্যাস ‘দি আমেরিকান ড্রীম’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র অফিস এর ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের সহযোগিতায় চিত্রায়ণের জন্য প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমি বাংলায় উপন্যাসটি রচনা করেছি- তাই বাংলা ভাষায়ও এর চিত্রায়ণ হবে।’

samo-1420351308
সিনেমাটিতে আরো অভিনয় করছেন সাইমন সাদিক। তিনি বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই সিনেমাটির কথা চলছিলো। সিনেমার গল্পটি অনেক চমৎকার। এর বেশিরভাগ শুটিং আমেরিকাতে হবে। তবে দেশেই ছবিটির শুটিং শুরু হবে ২০ জানুয়ারি থেকে। এখানে ছবির ২০ ভাগ কাজের শুটিং হবে। বাকি ৮০ ভাগ কাজ আমেরিকাতেই করা হবে।’

শিগগিরই শুটিং শুরু হবে বলে নির্মাতা জানান। ছবিটি ইংরেজি ভাষায় নির্মিত হবে। পরে তা আবারও বাংলায় ডাবিং করা হবে।

 


মন্তব্য করুন