Select Page

সোনালি ময়ূরের জন্য লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’

সোনালি ময়ূরের জন্য লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’

ভারতের গোয়ায় বসবে ২০ থেকে ২৮ নভেম্বর ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৫২তম আসর। যার মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শনীর সুযোগ পেয়েছে। ছবিটি উৎসবের সেরা পুরস্কার গোল্ডেন পিকক বা ‘সোনালি ময়ূর’-এর জন্য লড়বে।

এ প্রতিযোগিতায় ভারত, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপানসহ অনেকগুলো দেশের আরও ১৪টি ছবি লড়াই করবে।

চলতি বছরের ৬ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ‘২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’–এ প্রদর্শিত হয়েছিল ছবিটি। এবার এশিয়ার আরেকটি সম্মানজনক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিল এ ছবি।

‘পায়ের তলায় মাটি নাই’ ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিনসহ অনেকেই। বক্স অফিস নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশনস।

প্রযোজক হিসেবে আছেন আবু শাহেদ ইমন, নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহপ্রযোজক হিসেবে আছেন ফরিদুর রেজা সাগর ও তাহরিমা খান।


মন্তব্য করুন