Select Page

‘সোনা বন্ধু’র এ কী হাল করলো যৌথ প্রযোজনা (ভিডিও)

‘সোনা বন্ধু’র এ কী হাল করলো যৌথ প্রযোজনা (ভিডিও)

‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না।’ প্রয়াত আবদুল গফুর হালীর গানটি শোনেনি এমন সঙ্গীতপ্রেমী বাংলাদেশ কমই আছেন। গানটি পরিচিতি যে কলকাতায়ও আছে তা জানিয়ে দিল যৌথ প্রযোজনার ‘নূর জাহান’। কিন্তু পারেনি মন ভরাতে।

গানের প্রথম কয়েকটি লাইন ঠিক রাখলেও পরে নিজের মতো করে সাজিয়েছেন গীতিকার সৌম্য দেব। তবে কোথাও উল্লেখ নেই গফুর হালীর নাম। এমনকি সুরও ব্যবহার করা হয়েছে ক্লাসিক গানটির। সব মিলিয়ে মূল গানের সঙ্গে হালের এ ‘সোনা বন্ধু’র তুলনাই হয় না।

ইতোমধ্যে ক্লাসিক গানটির ওপর অর্বাচীন পরীক্ষা-নিরীক্ষার জন্য অনলাইনে প্রতিবাদও করেছেন কেউ কেউ।

জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সকালে প্রকাশ হয় ‘সোনা বন্ধু’ শিরোনামের গানটি। সঙ্গীত করেছেন স্যাভি। কণ্ঠ দিয়েছেন রাজ বর্মণ ও প্রশমিতা।

এ গানের মাধ্যমে নায়িকা হিসেবে প্রথমবার পূজা চেরিকে দেখা গেল। তার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অদ্রিত।

কলকাতা থেকে ‘নূর জাহান’-এ লগ্নি করছে পরিচালক রাজ চক্রবর্তীর প্রতিষ্ঠান রাজ চক্রবর্তী প্রোডাকশন। সাথে আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালনা করছেন রাজের সহকারী ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়।

শোনা যাচ্ছে, মারাঠি সিনেমা ‘সাইরত’-এর রিমেক ‘নূর জাহান’। সিনেমাটিতে নূর ও জাহান নামের দুই তরুণ-তরুণীর চরিত্রে দেখা যাবে আদ্রিত ও পূজাকে। ১৫ জুন কলকাতায় শুটিং শুরু হয়। কিছুদিনের মধ্যে ‘নূর জাহান’ টিম আসবে বাংলাদেশে।


মন্তব্য করুন