Select Page

সোমার হাতে তিন সিনেমা

সোমার হাতে তিন সিনেমা

sumona-soma

কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুমনা সোমা। সর্বশেষ তাকে দেখা যায় হুমায়ূন আহমেদ রচিত ও বেলাল আহমেদ পরিচালিত ২০০৭ সালের ‘নন্দিত নরকে’তে। এরপর সংসার নিয়ে ব্যস্ততা তাকে ফিরতে দেয়নি চলচ্চিত্রে। ৯ বছর পর আবার চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি।

এর মধ্যে দুটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক আশরাফ শিশির, নাম— ‘আমরা একটি সিনেমা বানাবো’ ও ‘গোপন’। ‘আমরা একটি সিনেমা বানাবো’-এর গল্প মুক্তিযুদ্ধের আগের ও পরের। এছাড়া শিগগিরই ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের নির্দেশনায় নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করবেন।

সুমনা সোমা অভিনীত প্রথম চলচ্চিত্রে ছিল মান্নার বিপরীতে মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত ‘রাজধানী’। এরপর তিনি জি সরকারের ‘মিলন’, দিদারুল আলম বাদলের ‘না বলোনা’তে অভিনয় করেন।


মন্তব্য করুন