Select Page

সোহম-মিষ্টির প্রেম শুরু

সোহম-মিষ্টির প্রেম শুরু

44

১০ জুন থাইল্যান্ডে শুরু হয়েছে ‘আমার প্রেম তুমি’ ছবির শুটিং, চলবে ১৬ জুন পর্যন্ত। এতে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার নায়ক সোহম।

সোহমের সঙ্গে জুটি বাঁধছেন মিষ্টি এমন খবর অনেক দিন আগেই প্রকাশ পায়। কিন্তু সিডিউল জটিলতার কারণে তা বাস্তব রূপ পেতে বেশ কয়েকমাস সময় লেগে যায়। অবশেষে ১০ জুন থেকে থাইল্যান্ডে শুরু হয়েছে সজল আহমেদ পরিচালিত ‘আমার প্রেম তুমি’ ছবির শুটিং।

এ দিকে শুটিংয়ে যোগ দিতে ৯ জুন ঢাকা ত্যাগ করার সময় মিষ্টি জানান, ১০ জুন থেকে প্রথম লটের শুটিং শুরু হচ্ছে। টানা এক সপ্তাহ শুটিং চলবে। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে কলকাতায়।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ ছবির মাধ্যমে শুরু হয় মিষ্টির চলচ্চিত্র যাত্রা। ইতিমধ্যে ‘চিনি বিবি’ নামে আরেকটি ছবি মুক্তি পেয়েছে। যা আট সপ্তাহ ধরে সিরাজগঞ্জের একটি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।


মন্তব্য করুন