Select Page

সোহানুর রহমান সোহান: শিল্পী বানানোর কারিগর

সোহানুর রহমান সোহান: শিল্পী বানানোর কারিগর

সালমান শাহ, শাকিল খান, শাকিব খান, মৌসুমী, ইরিন জামান – এরা সবাই-ই সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে নায়ক নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। শিল্পী বানানোর এই কারিগন এবার নতুন দুই জোড়া নায়ক নায়িকাকে চলচ্চিত্র জগতে নিয়ে আসছেন তার নতুন ছবি ‘ভালোবাসার চেয়েও একটু বেশী’ চলচ্চিত্রের মাধ্যমে।

নতুন এই চার তরুন অভিনেতা হলেন শ্রাবণ খান, আব্বাস খান, মাসুকা ও পিংকী। আগামী ৫ জুন থেকে ছবিটির শ্যুটিং শুরু হবে। আবদুল্লাহ জহির বাবু’র কাহিনী ও সংলাপে ছবির চিত্রনাট্য লিখছেন সোহান নিজেই। নতুন নায়ক নায়িকাদের সম্পর্কে সোহান বলেন, এটি আসলে সত্যিই একটা অন্য রকম চ্যালেঞ্জ। এবার অনেক ভেবেচিন্তে নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করবো। আশা করি দর্শক নিশ্চয়ই তাদের মধ্যে ভালো লাগা খুঁজে পাবেন।

ইউনিভার্সেল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট এর প্রযোজনায় নির্মিত ছবিটির মাধ্যমে যে চারজন নায়ক নায়িকা তাদের পথচলা শুরু করবেন তারা কতটুকু সফল হতে পারবেন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। উল্লেখ্য সোহানুর রহমান সোহান পরিচালিত সর্বপ্রথম ছবি বিশ্বাস অবিশ্বাস। এরপর তিনি তার সবচেয়ে বেশি আলোচিত ছবি কেয়ামত থেকে কেয়ামত। মুক্তির অপোয় আছে তার লোভে পাপ পাপে মৃত্যু  ছবিটি।

সূত্র: দৈনিক নয়াদিগন্ত


Leave a reply