Select Page

স্টাইলিশ অবতারে ‘প্রিয়তমা’র শাকিব

স্টাইলিশ অবতারে ‘প্রিয়তমা’র শাকিব

নামে ‘প্রিয়তমা’ হলেও ছবির পোস্টারের পর ফার্স্টলুকেও তাকে পাওয়া গেল না। হাজির হলেন শাকিব খান। কারণ ছবি তার নামেই চলবে। এ নিয়ে নিসন্দেহে ভক্ত, নির্মাতাসহ সবাই।

আজ শনিবার (১৭ জুন) সন্ধ্যায় উন্মুক্ত করা হয় ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। আধা মিনিটের ভিডিওতে স্টাইলিশ রূপে হাজির করা হয়েছে শাকিবকে, সাধারণত নতুনত্ব বলতে এই নায়কের পরিচালকরা তা-ই বোঝেন।

লম্বা চুল, চোখে সানগ্লাস, মুখে কাপড়, পরনে টি-শার্টের সঙ্গে জিনস জ্যাকেট। স্লো-মোশনে হাঁটতে হাঁটতে দিয়েছেন এক্সপ্রেশন। আর শেষাংশে একটি চাকু ছুঁড়ে মেরেছেন আক্রমণের ভঙ্গিতে। স্টাইলিশ এই অঙ্গ-ভঙ্গিমার মাঝে শাকিবের চরিত্র সম্পর্কে কোনো ইঙ্গিত নেই। অতিপ্রতীক্ষিত ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নিজের ছবি নিয়ে শতভাগ আশাবাদী নির্মাতা হিমেল আশরাফ। আত্মবিশ্বাসের সুরে বললেন, ‘আমার কাছে মনে হয়, যে নির্মাতা শাকিব খান, গল্প, বিনোদন, চিত্রায়ন, কালার, লোকেশন, অভিনয় সব মিশিয়ে দিতে পারবেন, তিনিই জিতে যাবেন। কারণ শাকিব খান অন্য লেভেলের স্টার। প্রথম তিন দিন শাকিব ভাইয়ের নামে যে দর্শক আসবে, এই দর্শকগুলো পুনরায় হলে আসবে এবং তাদের মুখে মুখে এই ছবি ব্যাপক পরিসরে ছড়িয়ে যাবে।’

‘প্রিয়তমা’য় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। ছবির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন হিমেল আশরাফ। প্রযোজনা করছেন আরশাদ আদনান।

https://www.youtube.com/watch?v=0bgrxIKLdfQ

যতদূর জানা যায়, মূল অংশের দৃশ্যায়ন শেষ হলেও এখনো বন্ধ হয়নি ‘প্রিয়তমা’র শুটিং। এরমধ্যে কয়েকদিন আগে সংশ্লিষ্টরা দাবি করেন, সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।


Leave a reply