Select Page

স্ত্রীকে অশুভ আত্মার কাছে উৎসর্গ, বিস্তারিত ট্রেলারে

স্ত্রীকে অশুভ আত্মার কাছে উৎসর্গ, বিস্তারিত ট্রেলারে

# বাড়িটিতে একটা দুর্ঘটনা ঘটেছিল
# পাশের ফ্ল্যাটের দম্পতির আচরণ খুবই রহস্যজনক
# স্ত্রী মা হচ্ছে জেনে চমকে উঠে স্বামী
# অশুভ আত্মাকে উৎসর্গ করেছিলেন স্ত্রীকে, তবে এ সন্তান কার?
# মুক্তি পাবে ৯ নভেম্বর

নতুন ফ্ল্যাটে উঠেছেন নতুন এক দম্পতি। সবকিছু তাদের পছন্দ হয়েছে। এর মধ্যে গৃহিনীর এক বান্ধবী জানান, এ বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল। বলতে না বলতেই তার উপরে আছড়ে পড়ল ফটো ফ্রেম। এরপর তাদের নিমন্ত্রণ জানালেন, প্রতিবেশী এক দম্পতি। রহস্যময় তাদের চাহনি, রহস্য কাজ-কারবার।

একসময় জানা যায়, নতুন দম্পতির ঘরে আসছেন সন্তান। খুশিই হওয়ার কথা। কিন্তু চমকে গেলেন স্বামী। সে কিনা নিজের স্ত্রীকে উৎসর্গ করেছে অশুভ আত্মার কাছে। তবে এ সন্তান কার?

এমনই রহস্যের ঘটঘটা নিয়ে নির্মিত হয়েছে ভৌতিক সিনেমা ‘স্বপ্নের ঘর’। কাহিনির এমন ইঙ্গিত পাওয়া গেল বুধবার রাতে প্রকাশিত ট্রেলারে। ছবিতে থাকছে পুরোপুরি হরর আবহ, যা সচরাচর বাংলা সিনেমায় দেখা যায় না। ইফেক্টসগুলো ভয় জাগানিয়া।

সিনেমাটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। প্রাথমিক নাম ছিল ‘স্বপ্নবাড়ি’। কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ার পর জানা যায়, নাম বদলে রাখা হয়েছে ‘স্বপ্নের ঘর’।

এর প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, নওশাবা আহমেদ ও শিমুল খান।

‘স্বপ্নের বাড়ি’ নাটক ও মিউজিক ভিডিওর নামি নির্মাতা অংশুর প্রথম সিনেমা। মুক্তি পাবে ৯ নভেম্বর।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares