Select Page

‘স্বপ্নজাল’র শুটিং শেষ

‘স্বপ্নজাল’র শুটিং শেষ

শেষ হলো চলতি বছরে মুক্তি প্রতিক্ষীত অন্যতম আলোচিত সিনেমা ‘স্বপ্নজাল’র দৃশ্যায়ন। সিনেমাটির শুটিং শুরু হয় চাঁদপুরে। সম্প্রতি শেষ অংশের দৃশ্যায়নে অংশ নিতে চাঁদপুরে আবারো যায় শুটিং ইউনিট। সোমবার রাতে শেষ হয় দৃশ্যায়ন।

‘মনপুরা’-খ্যাত গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন পরী মনি। এ অভিনেত্রীর  ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ধরা হচ্ছে সিনেমাটিকে।

নির্মাতা সেলিম জাগো নিউজকে সোমবার বলেন, ‘আজ রাতেই ছবির শুটিং শেষ করছি। এরপর সবাই ঢাকা ফিরবো।’

২০১৬ সালে শুরু হয় ‘স্বপ্নজাল’র শুটিং। এরপর কয়েক দফায় চাঁদপুর, কলকাতাসহ বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ হয়।

সিনেমাটিতে পরী মনির বিপরীতে আছেন নবাগত ইয়াশ রোহান। আরো আছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। সংগীত পরিচালনা করছেন অর্ণব। প্রযোজনায় বেঙ্গল ক্রিয়েশনস।


মন্তব্য করুন