Select Page

‘স্বপ্নজাল’ মুক্তির সম্ভাব্য তারিখ প্রকাশ

‘স্বপ্নজাল’ মুক্তির সম্ভাব্য তারিখ প্রকাশ

অনেকদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ ডিসেম্বর প্রকাশ হয় ‘স্বপ্নজাল’-এর প্রোমো। সবাই বুঝে গেলেন শিগগিরই পর্দা আলো করে আসবে সিনেমাটি। কিন্তু কবে?

এরপর শোনা যায়, ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পাবে। কিন্তু যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি সংক্রান্ত জটিলতায় আটকে যায় সিনেমাটি।

ইতোমধ্যে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির অনাপপত্তি পত্র পেয়েছে ‘স্বপ্নজাল’। ২৫ ফেব্রুয়ারি দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা। সাধারণত প্রিভিউ কমিটির সিদ্ধান্তের বিপরীতে বোর্ডের মতামত যায় না। ধারণা করা হচ্ছে এবারও তাই হবে।

পরিচালক গিয়াসউদ্দিন সেলিমও আশা করছেন আনকাট ছাড়পত্র পাবে পরী মনি ও ইয়াশ রোশান অভিনীত সিনেমাটি।

মুক্তি প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আসলে আমার সামনে দুটি তারিখ আছে এখন। হয় ৩০ মার্চ, নয় ৬ এপ্রিল। এর পরে যেতে চাই না, আগেও পারছি না। কারণ ছবি মুক্তির সঙ্গে সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক পরিবেশটাও জড়িত। সব মিলিয়ে এই দুই তারিখের মধ্যেই আমাকে লক হতে হবে।’

বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতার যৌথ প্রযোজনার এই ছবিতে আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।


মন্তব্য করুন