Select Page

স্বপ্নের মতো ‘কাজলরেখা’ (ট্রেলার)

স্বপ্নের মতো ‘কাজলরেখা’ (ট্রেলার)

গিয়াস উদ্দিন সেলিমের মতো ‘কাজলরেখা’ও কি দর্শকদের স্বপ্নের সিনেমা হতে যাচ্ছে? সিনেমাটির ট্রেলার প্রকাশের এমন প্রশ্ন করাও যায়। ভালো লাগার মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্লাটফর্মে। একই সঙ্গে ঈদের ফর্মুলা সিনেমা হিসেবে কতটা মানানসই তা নিয়ে আলাপও কম নয়।

‘কাজলরেখা’র প্রেক্ষাপট প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকা। এখানে প্রাচীন বাংলার রূপ-বৈচিত্র্য, রহস্য ও সাংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। সেগুলো যথাসাধ্য তুলে আনার চেষ্টা করেছেন নির্মাতা। অভিনয়শিল্পীদের পোশাক-পরিচ্ছদ থেকে সেট ডিজাইন, সবেতেই সাবেকি ও দৃষ্টিনন্দন আঁচ দেখা গেছে। এছাড়া সংলাপেও রয়েছে আঞ্চলিকতার ছোঁয়া।

প্রেম, দাম্পত্য, লোভ, কামনা অনেক কিছুই সমান্তরালে উঠে এসেছে ‘কাজলরেখা’ ঝলকে। যেটার পুরোটা উদঘাটন করা যাবে প্রেক্ষাগৃহে, এই ঈদে। তবে আপাতত ট্রেলার নিয়ে দর্শকের মনে ইতিবাচক ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে। কেউ বলছেন, সরকারি অনুদানের সিনেমা হিসেবে ঢের ভালো হয়েছে। আবার কারও মতে, প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য তুলে আনার দারুণ প্রয়াস এই ছবি।

নির্মাতা সেলিমের কাছে অবশ্য সিনেমাটি একটি চ্যালেঞ্জ ছিল। তিনি বলেছেন, ‘ছবিটি নির্মাণের জন্য এর প্রতিটি সেক্টরকে এক সুতোয় একটি মালা হিসেবে গাঁথতে হয়েছে আমায়। ধাপে ধাপে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে উতরে যাওয়ার চেষ্টা করেছি।’

‘কাজলরেখা’র বিভিন্ন ভূমকায় তিন অভিনেত্রীকে দেখা গেছে- মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা ও সাদিয়া আয়মান। ছবিতে আছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ। সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মিত হয়েছে বাঙাল ফিল্মসের ব্যানারে।


মন্তব্য করুন