Select Page

স্বপ্নের মতো ‘পাপ-পূণ্য’

স্বপ্নের মতো ‘পাপ-পূণ্য’

গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পূণ্য’-এ অভিনয় করেছেন শাহনাজ সুমি। এই মডেল-অভিনেত্রী জানালেন, এইচএসসি পরীক্ষার শেষ দিকে সিনেমাটির অডিশনের খবর পান। তখনই মনস্থির করেন অডিশন দেবেন। সেই যাত্রায় উতরেও যান। সম্প্রতি শেষ করেছেন সিনেমাটির দৃশ্যায়ন।জানালেন, স্বপ্নের মতোই কেটেছে শুটিংয়ের দিনগুলো।

বয়স যখন আড়াই বছর তখন থেকেই নাচের সাথে তার সখ্যতা শুরু। সেই থেকেই স্বপ্ন বুনে চলছেন। এরপর ২০১৬ সালে চ্যানেল আই সেরা নাচিয়ের সিজন থ্রি তে সেরা দশে ছিলেন। এখন নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে ‘পাপ-পুণ্য’র আগে শেষ করেছেন ইমপ্রেস টেলিফিল্মের আরেক সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’। একাধিক উৎসবের পর নভেম্বরে দেশে মুক্তি পাবে সিনেমাটি।

‘পাপ-পূণ্য’ নিয়ে সম্প্রতি দেশ রূপান্তরকে শাহনাজ সুমি বলেন, ‘এ বছরেই আমি এইচএসসি পাস করেছি। পরীক্ষার শেষ দিকে চ্যানেল আই থেকে সিনেমাটির অডিশনের খবর পাই। যখন শুনি এটি গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা, তখনই অডিশন দেব বলে মনস্থির করি। চান্স পাব কি না এর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে দেখা করা। প্রাথমিক অডিশনে টিকলাম, সেকেন্ডারি অডিশন দিলাম। এভাবে তিন-চারবার অডিশনের পর জানতে পারলাম ‘পাপ-পুণ্য’র জন্য আমি নির্বাচিত হয়েছি। শ্যুটিংয়ের দিনগুলো স্বপ্নের মতো কেটেছে। প্রথমে একটু নার্ভাস ছিলাম জীবনের প্রথম সিনেমা বলে কথা। ‘পাপ-পুণ্য’র গল্পের নামের মধ্যেই ফুটে ওঠে। তাড়নার গল্প যা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর নির্মাতার নির্মাণশৈলী নিয়ে তেমন কিছু বলব না। আশা করি সিনেমাটি ভালোভাবেই দর্শকের কাছে পৌঁছাবে।’

ছবিতে সুমির সঙ্গে আছেন একগুচ্ছ জনপ্রিয় তারকা। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল বলে জানান এই নবাগতা। তিনি বলেন, ‘চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, ফারজানা চুমকি তারা যে এতটা কো-অপারেটিভ; তা কাজ না করলে বুঝতাম না। আমি টোটালি ব্লেসড! প্রথম সিনেমা, কীভাবে কী হবে, এত গুণী শিল্পীর মধ্যে আমাকে কেমন লাগবে এসব নিয়ে আমার মধ্যে চিন্তা ছিল। তারা ব্যাপারটাকে সহজ করে দিয়েছিলেন।’

সুমি এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। ভর্তির পরই অভিনয় নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাববেন।


মন্তব্য করুন

Shares