Select Page

টেলিভিশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সূচনা’ [ট্রেলার]

টেলিভিশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সূচনা’ [ট্রেলার]

suchona-a-short-film

বিএমডিবি ডেস্ক: অনলাইনে মুক্তির পর এবার টেলিভিশনে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা কাশফি আহসান বৃষ্টি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সূচনা’। আগামী ১৬ আগষ্ট শুক্রবার রাত সাড়ে আটটায় চ্যানেল নাইনে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ফিল্মটকিজ’ এ প্রচারিত হবে চলচ্চিত্রটি।

প্রিয় এবং শুভ – তাদের প্রথম পরিচয়ের দিনই আবিষ্কার করে তাদের দুজনের মধ্যে অনেক মিল। কারণ খুজতে গিয়ে তারা অতীতে ঘটে যাওয়া এক ঘটনার সন্ধান পায় যা তাদরকে নতুন করে চিন্তা করতে বাধ্য করে – এমন গল্প নিয়ে তৈরী হয়েছে ‘সূচনা’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। চলচ্চিত্রে ‘প্রিয়া’ চরিত্রে অভিনয় করেছেন ইশরাত রহমান।

একই অনুষ্ঠানে ‘সূচনা’ প্রচারের পর চলচ্চিত্রের পরিচালক কাশফি, চিত্রগ্রাহক আলাউল আসিফ এবং অভিনেত্রী ইশরাত তাদের চলচ্চিত্র নির্মান অভিজ্ঞতা সম্পর্কে কথা বলবেন।

ট্রেলার:


মন্তব্য করুন