Select Page

হচ্ছে না ‘বালিঘর’, বাংলাদেশকে দুষলেন অরিন্দম শীল

হচ্ছে না ‘বালিঘর’, বাংলাদেশকে দুষলেন অরিন্দম শীল

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে চলতি বছরের জানুয়ারিতে কলকাতার নির্মাতা অরিন্দম শীল বেশ ঘটা করেই ‘বালিঘর’ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। প্রযোজনায় ছিল কলকাতার নাথিং বিয়ণ্ড সিনেমা ও ঢাকার বেঙ্গল ক্রিয়েশনস।

বাংলাদেশ থেকে তারকা হিসেবে চূড়ান্ত করা হয়েছিল নুসরাত ইমরোজ তিশা, আরেফিন শুভ, কাজী নওশাবা আহমেদকে। সাথে ছিলেন কলকাতার কয়েকজন তারকা।

ঘোষণার কাছাকাছি সময়ে সিনেমাটির শুটিং শুরুর কথা ছিল বাংলাদেশের কক্সবাজারে। কিন্তু যৌথ প্রযোজনার অনুমতি সংক্রান্ত জটিলতায় বারবার পেছায় ‌‘বালিঘর’-এর শুটিং। এক পর্যায়ে শিডিউল জটিলতায় পড়ে সিনেমাটি ছেড়ে দেন তিশা, তার স্থলাভিষিক্ত হন জাকিয়া বারী মম।

কিন্তু সেপ্টেম্বরের অর্ধেক সময় চলে গেলেও ফ্লোরে যায়নি সিনেমাটি। এবার নির্মাতা অরিন্দম জানালেন, ‘বালিঘর’ হচ্ছেই না। এর জন্য দুষলেন বাংলাদেশকে।

হতাশার সঙ্গে কলকাতার একটি সংবাদপত্রকে অরিন্দম শীল বলেন, “বালিঘর’ হচ্ছে না। তার জন্য বাংলাদেশ দায়ি, আমি নই। কারণ যে দেশে এত রাজনৈতিক অস্থিরতা, সে দেশে শিল্প হয় না। একটা পুরো বছর নষ্ট হলো আমার। শুধু ‘ব্যোমকেশ গোত্র’ ছাড়া গোটা বছরে আর কোনো ছবি শুট করতে পারলাম না।”


মন্তব্য করুন