Select Page

হচ্ছে না ‘বিজলী টু’

হচ্ছে না ‘বিজলী টু’

সাই-ফাই ও সুপার হিরোইন ঘারানার ছবি ‘বিজলী’ মুক্তি পায় ২০১৮ সালের মার্চে। ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাটি মোটামুটি প্রশংসা পায়, আর ছবির শেষে ছিল সিক্যুয়েলের আভাস। এক অনুষ্ঠানেও সেই পুনরাবৃত্তি করেন তিনি।

‘বিজলী’র মাধ্য প্রযোজক হিসেবে ঢালিউডে নাম লেখান সেই ছবির নায়িকা ইয়ামিন হক ববি। ববস্টার ফিল্মস নামে তার প্রতিষ্ঠান ছবিটি প্রযোজনা। কিন্তু বছর তিন কেটে গেলেও সিক্যুয়েলের কোনো খবর নেই। এবার নির্মাতা ইখতেখার জানান, ছবিটি হচ্ছে না।

এ ব্যাপারে ইফতেখার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিজলী টু’ আর হবে না। কারণ, প্রযোজক এ ছবি নিয়ে আর আগ্রহী নন।

অবশ্য এ সিদ্ধান্তের পেছনে অন্য কোনো সমীকরণ আছে কিনা জানা যায়নি।

এক সময় ববিকে নিয়ে একের পর এক ছবি করে সফল হলেও নায়িকার সঙ্গে ইফতেখারকে ইদানিং দেখা যায়নি। তার সর্বশেষ ছবি ‘মুক্তি’র নায়িকা হিসেবে প্রথমে ববির নাম ঘোষণা করলেও পরে মহরতে পরিচয় করিয়ে দেন নবাগতা রাজ রিপাকে। সেই ছবির কাজও অনেকটা শেষ। এ ছাড়া ইফতেখারের সিগনেচার ছবি ‘অগ্নি’র পর মাহিয়া মাহিকে নিয়ে আবারও কাজ কথা শোনা গেছে গত বছর।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares