Select Page

হঠাৎ সবাই খুঁজছে মান্না-পূর্ণিমার ‘বুক চিন চিন করছে হায়’

হঠাৎ সবাই খুঁজছে মান্না-পূর্ণিমার ‘বুক চিন চিন করছে হায়’

‘বুক চিন চিন করছে হায়’ হঠাৎ আশপাশে এ গান বেজে উঠলে চমকে যেতে পারেন! অনেকের কাছে গানের কথা ও সুর পরিচিত হলেও কণ্ঠ অপরিচিত লাগছে। হ্যাঁ, হালে জনপ্রিয় হওয়া গানটি বেশ পুরোনো একটি সিনেমারই। তবে নতুন করে আলোচনায় এসেছে নাটকে ব্যবহারের সূত্রে।

কিছুদিন আগে ইউটিউবে রিলিজ হয় আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত ‘শিল্পী’। পরিচালনায় মহিদুল মহিম। এ নাটকে দুই তারকার চরিত্র স্ট্রিট সিঙ্গারের। সেখানে বেশ কয়েকটি সিনেমার গান ব্যবহার হয়। যার অন্যতম ‘বুক চিন চিন করছে হায়’। এ ছাড়া খায়রুন লো, আকাশেতে লক্ষ তারা, বিধি তুমি বলে দাও— এ গানগুলো শোনা গেলেও হিট করেছে ‘বুক চিন চিন করছে হায়’।

মূল গানটি ব্যবহার হয় মান্না-পূর্ণিমা অভিনীত ও বদিউল আলম খোকন পরিচালিত ‘বাস্তব’ ছবিতে। কণ্ঠ দেন অ্যান্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। বলা হচ্ছে, রিমেকের কারণে পুরোনো গানটির ভিউ বেড়েছে প্রায় অর্ধ কোটি। গানটি ইউটিউবে দেখা হয়েছে এক কোটি ২০ লাখবারের মতো।

অন্যদিকে ‘শিল্পী’ নাটকের গানটি শোনা হয়েছে ২৭ লাখবার। মজার বিষয় হলো মূল গানে দুজন কণ্ঠ দিলেও নাটকের নারী ও পুরুষ দুজনের কণ্ঠ দিয়েছেন পাবেল। এ গানের জনপ্রিয়তার অন্যতম ইউএসপি-ও এ বিষয়। নাটকেও নিশোকে নারী ও পুরুষ দুই কণ্ঠে শোনা যায়।

https://www.youtube.com/watch?v=YTybrzpBcj0

নতুন গানটিতে সংগীতায়োজনের সামান্য পরিবর্তন আনা হয়েছে। যা হালের শ্রোতাদের মনোযোগ কেড়েছে। ইউটিউবে অনেকেই গানটি খুঁজছেন। তারা মূল গানেও ঢু মারছেন। সেখানে মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন ‘শিল্পী’ নাটক দেখার পর গানটি শুনতে এসেছেন।


মন্তব্য করুন