Select Page

হলিউডের পত্রিকায় ‘মাসুদ রানা’র খবর

হলিউডের পত্রিকায় ‘মাসুদ রানা’র খবর

কাজী আনোয়ার হোসেনের আইকনিক চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে সিনেমা বানাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করছেন আসিফ আকবর। এ সিনেমায় হলিউড অভিনেতারাও থাকছেন।

সেই খবর আগেই দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। এবার হলিউডের চলচ্চিত্রকে গুরুত্ব দেওয়া ভ্যারাইটি ডটকমে সেই খবর ছাপা হলো।

এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমার খবর এই সংবাদমাধ্যমে প্রকাশ হয়।

২৬ আগস্ট একাধিক চলচ্চিত্র ও অভিনেতার ছোট ছোট সংবাদের সংকলনে ‘মাসুদ রানা’র বিষয়টি আসে। মূলত ‘আয়রন ম্যান টু’ অভিনেতা মিকি রোর্কের নতুন সিনেমার প্রসঙ্গে এই খবর ছাপা হয়।

সেখানে জানানো হয়, ‘মাসুদ রানা’ নভেল সিরিজের অ্যাডাপ্টেশনে ভিলেন চরিত্রে অভিনয় করবেন রোর্ক।

এছাড়া বলা হয় সিনেমাটিতে অভিনয় করছেন দালিপ সিং, লিউস টান, গ্যাব্রিয়েলা রাইট, ওয়েস্টন কেজ কপোলা। ছবির মূল দৃশ্যায়নে হবে মরিশাস, বাংলাদেশ ও থাইল্যান্ডে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভিত্তিক সিলভারলাইন এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করছে।

এদিকে এখনো ছবিটির মূল অভিনেতার নাম ঘোষণা হয়নি। এই নিয়ে চ্যানেল আইয়ে একটি রিয়্যালিটি শো চলমান থাকলেও জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে- তারা নিজেরাই অভিনেতা খুঁজছে।

‘মাসুদ রানা’ সিরিজের প্রথম উপন্যাস ‘ধ্বংস পাহাড়’ থেকে চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা।

চলচ্চিত্রটির বাজেট ১০ মিলিয়ন ডলার (প্রায় ৮৩ কোটি টাকা)। ‘মাসুদ রানা’ বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি হবে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও কলকাতায়। আর সারাবিশ্বে এক যোগে ইংরেজি ভাষায় মুক্তি পাবে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares