Select Page

হলে দর্শক না পাওয়া ‘অন্তর্জাল’ কোটি মিনিট ভিউ পেল অনলাইনে

হলে দর্শক না পাওয়া ‘অন্তর্জাল’ কোটি মিনিট ভিউ পেল অনলাইনে

২০২৩ সালের ঢালিউডে উল্লেখযোগ্য সিনেমা ছিল দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’। কিন্তু সরকারি মন্ত্রণালয়ের সঙ্গে মিলে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে ততটা সাড়া পায়নি। এমনকি বিদেশে সর্বোচ্চ পর্দা পেয়েও ব্যর্থতা দেখেছে। সেই ‘অন্তর্জাল’ নাকি ডিজিটাল প্লাটফর্মে ভীষণ সফল।

গত বছরের শেষ দিকে টফিতে মুক্তি পায় ঢাকার প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’। সেখানে মাত্র দুই সপ্তাহে এক কোটি মিনিট ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি।

গত বছর ২২ সেপ্টেম্বর বাংলাদেশের সিনেমা হিসেবে দেশের বাইরে রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পেয়েছিল ‘অন্তর্জাল’। দেশের মাত্র ৩৪টি হলে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। অবশ্য এর প্রায় এক মাস আগে পর্দায় আসার কথা থাকলেও দেশে ভারতীয় সিনেমা ‘জওয়ান’ মুক্তি পাওয়ায় পিছিয়ে দিতে হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

এ নিয়ে পরে দীপংকর দীপন অভিযোগ করেন, “(ভারতীয়) সিনেমাগুলো কিন্তু এক-দুই সপ্তাহ চলছে না। মাসের পর মাস চলছে। এতে করে আমাদের নির্মাতা-প্রযোজকরা ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিতে সাহসই পাচ্ছে না। যেমন আমি ‘অন্তর্জাল’ মানুষকে দেখাতেই পারিনি ‘জওয়ান’ সিনেমার কারণে। এতে করে ঈদে বড় বাজেটের বা ভালো সিনেমা মুক্তির হিড়িক পড়বে এবং সবাই সবাইকে ক্ষতিগ্রস্ত করবে।”

তবে ‘অন্তর্জাল’-এর দর্শক প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। মোটামুটি মিশ্র রিভিউ পেয়েছিল সিনেমাটি।

গত ২১ ডিসেম্বর টফি অ্যাপে প্রিমিয়ার হয় ‘অন্তর্জাল’-এর। সেখান থেকে মুফতে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এরপরই কোটি মিনিট ভিউ পায় অল্প সময়ে।

এত অল্প সময়ে ওটিটিতে এত বেশিসংখ্যক মানুষ সিনেমাটি দেখাতে, পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘আমরা দর্শকদের বলেছিলাম, তাদের এলাকায় সিনেমা হল থাকুক বা না থাকুক সেটা নিয়ে ভাবতে হবে না, আমরা তাদের কাছে সিনেমা নিয়ে পৌঁছে যাব। বাংলাদেশের সিনেমা যে উন্নতি করেছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। অবশেষে টফি-এর মাধ্যমে সারা দেশের সিনেমাপ্রেমী মানুষ যেকোনো নেটওয়ার্ক থেকে একদম ফ্রি-তে অন্তর্জাল দেখছেন। দুই সপ্তাহে টফি-তে পনেরো লাখের বেশি ভিউ হয়েছে সিনেমাটির।’


মন্তব্য করুন