Select Page

হলে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’?

হলে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’?

শোনা যায়, শুরু থেকেই ‘নবাব এলএলবি’ হলে মুক্তির পক্ষে ছিলেন শাকিব খান। ভক্তদেরও তেমন দাবি ছিল। এখন প্রশ্ন উঠেছে, বেশ আলোচনা তোলা ছবিটি কি হলে মুক্তি পাচ্ছে? এ প্রশ্নের পেছনে কারণ রয়েছে।

জানা গেছে, ‘নবাব এলএলবি’ ইতিমধ্যে সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত সেন্সর সূচি অনুযায়ী ছবিটি আগামী ১৯ জানুয়ারি বিকেল ৪টায় বোর্ড সদস্যরা দেখবেন।

২৪ ডিসেম্বর রাতে ‘নবাব এলএলবি’র একটি দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেফতার করা হয় এর পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে। দুজনকে পরদিন পর্নোগ্রাফি মামলায় কারাগারে প্রেরণ করেন আদালত। সপ্তাহ দুয়েক পর ১১ জানুয়ারি তারা জামিন পান।

পুলিশি মামলার কারণে নাকি সিনেমা হলে প্রদর্শনের জন্য সেন্সরে বোর্ডে ছবিটি জমা দেওয়া হয়েছে? প্রযোজক আজমত রহমান এ প্রশ্নে সারাবাংলা ডটনেটকে বলেন, ‘এটা আনুষ্ঠানিকতা মাত্র। পুলিশের মামলা কিংবা সিনেমা হলে মুক্তির কোন বিষয় নেই। আমরা ছবিটি হলে মুক্তির কোন ইচ্ছে নেই।’

তবে একটি সূত্র জানায়, প্রযোজকের অনাগ্রহ থাকলেও পরিচালক অনন্য মামুন সিনেমাটি হলে মুক্তি দেওয়ার পক্ষপাতি।

‘নবাব এলএলবি’ ১৬ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুই কিস্তিতে মুক্তি পায় আই থিয়েটার অ্যাপে। ছবিটির মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ঘণ্টা থাকলেও সেন্সর বোর্ডে জমা দেওয়া কপিতে এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৪ মিনিট। অর্থাৎ, সিনেমা হলে প্রদর্শনের মতো দৈর্ঘ্য।

প্রযোজক আজমত রহমান বলেন, আমাদের ছবির কিছু দৈর্ঘ্য কমানো হয়েছে এটা সত্য। কিন্তু মূল গল্প কিংবা পুলিশি জেরার আলোচিত দৃশ্যটি বাদ দেওয়া হয়নি। সেন্সর কপিতে কিছু সংলাপ মিউট করা হয়েছে।

এ দিকে কিছুদিন আগে ছবিটির প্রশংসা করে ফেইসবুকে পোস্ট দেন গায়ক মাহমুদুল ইমরান। সেখানে তিনি ‘নবাব এলএলবি’ প্রেক্ষাগৃহে মুক্তির কথা বলেন। লেখেন, “মুভিটি সিনেমা হলে আসলে আমার মনে হয় আরও অনেক বেশি ভালো লাগবে শাকিব ভক্তদের।”

‘নবাব এলএলবি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।


মন্তব্য করুন