Select Page

হাউজফুল যাচ্ছে ‘পোড়ামন ২’

হাউজফুল যাচ্ছে ‘পোড়ামন ২’

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সিনেমা হল ঘুরে দেখছে জাজ মাল্টিমিডিয়ার টিম, সঙ্গে ছিল ‘পোড়ামন ২’ এর অভিনয়শিল্পী পূজা চেরি ও সিয়াম আহমেদ। প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ জানান, অনেক ভালো চলছে ছবিটি। ‘পোড়ামন-২’ নিয়ে এতটা আশা করেননি তিনি।

অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়েছে সিনেমাটির প্রশংসা। অনেকে অপ্রত্যাশিত সমাপ্তিকে বাহবা দিচ্ছেন। কেউ কেউ বলছেন হৃদয় ছুঁয়ে যাওয়ার কথা।

প্রযোজক আব্দুল আজিজ এনটিভিকে বলেন, ‘আমি সকাল থেকেই সব সিনেমা হলের খবর নিচ্ছি। গাজীপুর, ঢাকাসহ সারা দেশে ছবিটি অনেক ভালো চলছে। সকাল থেকে সব সিনেমা হলে হাউজ ফুল হয়েছে। এমনকি সিনেপ্লেক্সগুলোতেও এখন টিকিট পাওয়া যাচ্ছে না। নতুন প্রজন্ম ছবিটি অনেক ভালোভাবে গ্রহণ করেছে।’

‘পোড়ামন-২’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি ও ছোটপর্দার অভিনেতা সিয়াম আহমেদ। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares