Select Page

হাজার পেরিয়ে আজীজ রেজা

হাজার পেরিয়ে আজীজ রেজা

57562_e7বাংলাদেশের চলচ্চিত্রের ব্যস্ত নৃত্য পরিচালক এবং শাকিব খান সাহারাসহ অসংখ্য নায়ক-নায়িকার আবিষ্কারক আজীজ রেজার নৃত্য পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ ১০১৩টি ছবি মুক্তি পেয়েছে তার।

আজীজ রেজা নৃত্যগুরু গহর জামিলের ছাত্র এবং চলচ্চিত্রের বিখ্যাত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর শিষ্য।

আমির হোসেন বাবুর হাত ধরে ‘রসের বাইদানী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তরুণ আজীজ রেজা।

এম এ মালেকের ‘তুফান মেইল’ ছবির মাধ্যমে নৃত্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর নায়করাজ রাজ্জাক, গাজী মাজহারুল আনোয়ার এবং দেলোয়ার জাহান ঝন্টুর অকৃপণ সহযোগিতায় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নৃত্য পরিচালক হয়ে ওঠেন আজীজ।

পাশাপাশি ‘রেজা নৃত্যকলা একাডেমী’ খুলে নাচে শিক্ষা দিতে থাকেন চলচ্চিত্রে আগ্রহী ছেলেমেয়েদের। অনেক নায়ক-নায়িকাকেও নাচে তালিম দিয়েছেন, এখনও দিচ্ছেন তিনি। নৃত্য পরিচালক হিসেবে ব্যস্ত আগের মতোই।

বর্তমানে কাজ করছেন চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘তোমার কাছে ঋণী’, আজাদ খান পরিচালিত ‘দাবাং’সহ অনেক ছবির কাজ নিয়ে।

অজীজ রেজা বলেন, জীবনে শিখেছি একটাই- নাচ। মন থেকে নাচি, মনের মতো করে নায়ক-নায়িকাদের নাচানোর চেষ্টা করি। সবার ভালবাসা আছে বলে আজো কাজ করে চলেছি। যতদিন বাঁচবো ততদিন কাজ করে যাবো। তিনি বলেন, নাচই আমার জান, প্রাণ, সব। যেদিন নাচতে পারবো না, সেদিনই আমার মৃত্যু হবে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন