Select Page

হাবিবের নায়িকা মিথিলা (ভিডিও)

হাবিবের নায়িকা মিথিলা (ভিডিও)

নিয়মিত বিরতিতে মিউজিক ভিডিও প্রকাশ করছেন হাবিব ওয়াহিদ। আর দিন দিন আরো বেশি নায়কোচিত হয়ে উঠছেন তিনি। এবার ‘ঘুম’ শিরোনামের গানে তার নায়িকা হলেন মিথিলা।

রোববার হাবিবের নতুন গান ‘ঘুম’ প্রকাশের পরপরই ইউটিউব ও ফেসবুকে প্রশংসার হিড়িক পড়ে গেছে। ইতোমধ্যে দেখা হয়েছে ৫ লাখবার।

অন্যদিকে এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো কোনো গানের মডেল হলেন মিথিলা। প্রায় ১৩ বছর আগে জুলির ‘ময়না গো’ রিমেক গানে মডেল হয়েছিলেন তিনি। যার সঙ্গীত পরিচালক ছিলেন হাবিব।

‘ঘুম’ ধারণ করা হয়েছে কক্সবাজারে। পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানটি লিখেছেন সুহৃদ সফিয়ান। বরাবরের মতো সুর-সঙ্গীত করেছেন হাবিব নিজেই। প্রকাশ করেছে সংগীতা।

অারো পড়ুন:   ঈদের ছুটিতে থাকুন 'হাসির ছোঁয়া'য় (ভিডিও)

Leave a reply

সাপ্তাহিক জরিপ

ঈদে কতগুলো ছবি মুক্তি দেয়া উচিত?
সর্বোচ্চ পাঁচটি
পাঁচটির বেশি
Poll Maker

Pin It on Pinterest

Shares
Share This