‘হারজিৎ’ শুরু
মাহি–সজলের জমজমাট রোমান্সের খবর পাওয়া যায় মাস তিনেক আগে। এবার সিনেমাটি গড়ালো শুটিং ফ্লোরে।
বুধবার দুপুরে রাজধানীর উত্তরার শুটিং হাউজ স্বপ্নীল-৩ এ আনুষ্ঠানিকভাবে ‘হারজিৎ’-এর শুটিং শুরু করেন বদিউল আলম খোকন। এসময় সজল-মাহি ছাড়াও উপস্থিত ছিলেন ওমর সানি, মৌসুমী, আফজাল শরীফ প্রমুখ। শুভকামনা নিয়ে হাজির ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।
‘হারজিৎ’ সম্পকে সজল জাগো নিউজকে বলেন, ‘ছবিতে চুক্তিবদ্ধ হবার পরপরই আমরা একটা ফটোশুটে অংশ নিয়েছিলোম। এটা ছিলো আসলে একটি নীরিক্ষামূলক কাজ। মাহি ও আমাকে একসঙ্গে কেমন দেখায় সেটিই দেখতে চেয়েছিলাম সবাই। ছবিগুলো পোস্টার আকারে ফেসবুকে প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছিলাম। সবাই জানতে চাইছিলেন কবে শুরু হবে ছবিটির শুটিং। ব্যক্তিগতভাবে আমিও অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ সব অপেক্ষার অবসান হলো। দারুণ লাগছে। আশা করিছ মাহির সঙ্গে আমার স্ক্রিণ কেমিস্ট্রি মন ছুঁয়ে যাবে সবার। পাশাপাশি চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সানি-মৌসুমীও এই ছবিতে কাজ করছেন। তাদের সঙ্গে চমৎকার কাজের অভিজ্ঞতার অপেক্ষা করছি।’
শুটিং শুরুর আগে মাহি বলেন, ‘এই ছবিটি নিয়ে এরইমধ্যে দর্শক-ভক্তদের অনেক আগ্রহ তৈরি হয়েছে। ভালো লাগার মতো একটি গল্প আছে এখানে। গুণী নির্মাতা বদিউল আলম খোকনের পরিচালনায় সেটি নান্দনিকভাবেই উপস্থাপিত হবে বলে বিশ্বাস আমার। দর্শকদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি হলে গিয়ে সবাই মিলে ‘হারজিৎ’ ছবিটি দেখবেন বলে।’
বদিউল আলম খোকন বলেন, ‘একটি সুন্দর-পরিচ্ছন্ন ছবি নির্মাণের চেষ্টা করছি আমি। আশা করি দর্শকরা এখানে বিনোদনের সব পাবেন।’