Select Page

‘হালদা’র অপেক্ষায় (ট্রেলার)

‘হালদা’র অপেক্ষায় (ট্রেলার)

সদ্য প্রকাশ হয়েছে ‘হালদা’র ট্রেলার। আর সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি দেখার আগ্রহের কথা শোনা যাচ্ছে। এমনই সাড়া জাগিয়েছে ভিডিওটি।

রোববার বিকেল ৪টায় পূর্ব ঘোষণা অনুযায়ী ইউটিউবে প্রকাশ হয়েছে তৌকীর আহমেদের অতি প্রতীক্ষিত সিনেমার ট্রেলার।

উত্তেজনাকর একাধিক ফুটেজ দিয়ে নির্মিত হয়েছে ট্রেলারটি। এতে সিনেমার একাধিক চম্বুক অংশ উঠে এসেছে। শুরুতে টোটা দিয়ে দিয়ে মাছ ধরতে দেখা যায় ফজলুর রহমান বাবুকে। পরের দৃশ্যে দেখা যায় ‘হালদা’য় পোনা ছাড়ার ঘোষণা। যদিও কয়েক দৃশ্য পরেই দেখা যায় মাছের পোনা না ছাড়া নিয়ে আক্ষেপ।

আর টিজারের মতোই দেখা যায় ফজলুর রহমান বাবুর নৌকায় ডাকাতদের হামলা। দুটি দৃশ্যে নৌকা বাইচ ও বলি খেলা।

এ সবের মাঝেই ওত পেতে থাকে অন্য গল্প। তিশা ও মোশাররফ করিমের প্রেমের গল্প। তাদের মাঝে বিচ্ছেদ আসে যখন জাহিদ হাসান বিয়ে করে আনে তিশাকে। তবুও তিশা ভর সন্ধ্যায় নদীর পাড়ে অপেক্ষা করে। মোশাররফও আসে। তারপর?

দুর্দান্ত চিত্রগ্রহণ ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মনে দাগ কাটার মতো কিছু সংলাপও শোনা যায়। সব মিলিয়ে ‘হালদা’ পরিণত হলো মাস্ট সি সিনেমায়।

‘হালদা’র গল্প লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য তৌকীরের। হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবনবৈচিত্র্যই এর বিষয়বস্তু। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এখানে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।

ছবিতে আরো আছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। প্রযোজনায় আমরা ক’জন। সংগীত পরিচালনায় পিন্টু ঘোষ।

‘হালদা’ মুক্তি পাবে ১ ডিসেম্বর।


মন্তব্য করুন