Select Page

হিন্দি কথায় ববির আইটেম গান (ভিডিও)

হিন্দি কথায় ববির আইটেম গান (ভিডিও)

bobi

প্রকাশিত হলো এ্যাকশন জেসমিন চলচ্চিত্রের আইটেম গান। ‌‘নটি গার্ল’ শিরোনামের গানটি টাইগার মিডিয়ার ইউটিউবে ছাড়া হয় বৃহস্পতিবার।

গানটিতে হিন্দি শব্দের আধিক্য দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তবে এটা সম্ভবত বাংলাদেশের প্রথম আইটেম গান— যেখানে নায়িকাকে দাড়িয়ে দাড়িয়ে নাচের স্টেপ দিতে দেখা গেছে। তাও আবার ববি। গানটিতে ববির সঙ্গে ছিলেন কাবিলা

গড়পরতা সুরের গানটিতে তেমন বৈচিত্র্য না থাকলেও ববিকে দারুন লেগেছে।

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘এ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন সায়মন সাদিকমিশা সওদাগর। ইতোমধ্যে চলচ্চিত্রটির পোস্টার বেশ আলোড়ন তুলেছে।

কয়েকদিন আগে প্রকাশ হয়েছে ওই ছবিতে ব্যবহৃত বিয়ের গানের অডিও ট্র্যাক।


৩ টি মন্তব্য

  1. অনেকের চোখে উন্নত চলচ্চিত্র মানেই বলিউডের চলচ্চিত্র। আর সেই দৃষ্টিকোণ থেকে অনেকে প্রায়শই মনে করে উন্নত চলচ্চিত্রের ভাষাও (হিন্দী) মানে আরো উন্নত, আরো আধুনিকতা, আরো নতুনত্ব। এর মতো বাজে ধ্যান-ধারণা আর কিছুই হয়না।

    • Moulovi Nezam

      সহমত আপনার সাথে। আমাদের সিনেমা একসময় বলিউডকে পথ দেখিয়েছে। অথচ সময়ের সাথে তাল মিলাতে না পেরে এখন আমরা তাদের দেখানো পথে পথ খুজছি।

মন্তব্য করুন